ব্রেকিং নিউজ লাইফস্টাইল

জামাইষষ্ঠী: কতক্ষণ থাকছে ষষ্ঠী? জেনে নিন খুঁটি-নাটি

বাঙালি হিন্দু সমাজে জামাইষষ্ঠীর গুরুত্ব অনেক। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য। নতুন বস্ত্র, উপহার, ফল- ফলাদি, পান-সুপারি, ধান- দূর্বা, বাঁশের করুল, তালের পাখা, করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাইষষ্ঠী।

এবছর জামাইষষ্ঠী পড়েছে আগামী ১২ জুন অর্থাৎ ২৯ জ্যৈষ্ঠ, বুধবার। ১১ জুন সন্ধ্যা ৫/৫৮/৫৭ মিনিট থেকে ১২ জুন রাত ৭/২৪/৫২ মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী তিথি। ফল মিষ্টি সহযোগে বিভিন্ন সুস্বাদু পদের মধ্যে দিয়ে জামাইভোজের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে।