বিধ্বংসী ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে জেলার বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই জলপাইগুড়ি পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রাণ হারানো পরিবারের পাশে তিনি পৌঁছেছেন, গিয়েছেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও। একইসঙ্গে নিয়ম মেনে জেলা প্রশাসনের তরফে মৃত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রবিবার বিকেলে ১৫ মিনিটের বিধ্বংসী ঘূর্ণিঝড়ের দাপটে লন্ডভন্ড জলপাইগুড়ি ও ময়নাগুড়ির বিভিন্ন এলাকা। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে বহু গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। জেলাজুড়ে অনেক জায়গাতেই কম-বেশি ঝড়ের তাণ্ডব চললেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর ও ময়নাগুড়ির বার্নিশ এলাকায়। গাছের তলায় চাপা পড়ে মানুষের প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছেন অসংখ্য মানুষ। বিধ্বংসী ঘূর্ণিঝড় স্তব্ধ করে দিয়েছে জলপাইগুড়িকে। হতাহতের পাশাপাশি গৃহহীন বহু মানুষ।