ছবির নাম ‘কথামৃত’। পরিচালক জিৎ চক্রবর্তী। একটি সম্পর্কের ভিতর নিশ্চুপ কথোপকথন নিয়ে তৈরি হয়েছে এই ছবির গল্প। প্রায় ১৭ বছর পর নতুন ছবির প্রযোজনায় কামব্যাক করল জালাল প্রযোজনা সংস্থা।
জানা গিয়েছে, আগামী ২৩ এপ্রিল থেকেই শুরু হবে ‘কথামৃত’ ছবির শুটিং। এই ছবিতে কৌশিক ও অপরাজিতা ছাড়াও দেখা যাবে বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিককে। তবে এই ছবিতে অভিনবত্ব রয়েছে। কেননা ছবিতে জুটি বাঁধতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। ছবির গল্প মূলত সনাতন ও সুলেখাকে কেন্দ্র করে।ছবিতে সনাতন হলেন কৌশিক আর সুলেখার চরিত্রে অপরাজিতা আঢ্য।
এক মর্মান্তিক দুর্ঘটনায় বাকশক্তি হারায় সনাতন। সুখের দাম্পত্য জীবন নিমেষের মধ্যে ভেঙ্গেচুরে যায়। সনাতন কথা বলতে না পারলেও হাবভাবে সে সব কথা বুঝিয়ে দেন। প্রতিবেশীরা তাঁকে খুবই ভালবাসেন। যখন তিনি তাঁর হাবভাবের মধ্য দিয়ে কথা বোঝাতে না পারে তখন একটি পকেট ডায়েরির সাহায্য নেন তিনি। আর সেই অমূল্য ডায়েরির নামই ‘কথামৃত’। যদিও প্রতিবেশীরা সনাতন এবং সুলেখার এই চরিত্রকে হিংসে না করে খুব ভালোবাসেন। তবে, এই সিনেমায় আরও এক জুটি আছে, যাদের কথা না বললেই নয়। তাঁরা হলেন বাবুন আর অনন্যা। তাঁদের মধ্যে কিন্তু অত সৎভাব নেই। ঝগড়া লেগেই থাকে নিজেদের মধ্যে। তাঁরা কেউই একে অপরের কথা শোনান না এবং পছন্দ করেন না বলাই ভালো। বাবুনের চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু।