নতুন বছরের দ্বিতীয় দিনেই ২৬/১১ মুম্বই মামলার মূলচক্রী লস্কর–ই–তৈবার শীর্ষ কমান্ডার জাকিউর রহমান লাকভিকে গ্রেপ্তার করেছিল ইমরান খানের সরকার। সন্ত্রাসবাদী কাজকর্মে আর্থিক সাহায্য দেওয়ার একটি মামলায় ধরা হয়েছিল তাকে। শুক্রবার সেই মামলায় দোষী সাব্যস্ত করে ওই জঙ্গিকে ১৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাক আদালত।
উল্লেখ্য, ২০০৮ মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলায় শিউরে উঠেছিল গোটা দেশ। হামলার মূলচক্রী হিসেবে উঠে এসেছে জঙ্গি সংগঠন লস্কর–ই–তৈবা কমান্ডার জাকিউর রহমান লাকভির নাম। ধরার পড়ার পর অবশ্য জামিন পেয়ে যায় লাকভি। ২০১৫ সাল থেকে জামিনে মুক্তি ছিল সে। গত শনিবার এই জঙ্গিনেতাকে ফের গ্রেপ্তার করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সন্ত্রাস দমন শাখা। অভিযোগ, সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য করেছে লাকভি। সেই মামলাতেই এবার মুম্বই হামলার মূলচক্রীকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল আদালত।
আগে ছ’বছর জেলে থাকার পরে গত ২০১৫ সালের এপ্রিল মাসে মুক্তি পায় লস্করের সেকেন্ড ইন কমান্ড লাকভি। তবে তার জেলে থাকা নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। তারপর থেকেই নানা সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জাকিউর রহমান লাকভিকে তিন দফায় পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে লাহোর সন্ত্রাসবাদ বিরোধী আদালত। প্রথম দফায় ১ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছে। বিচারক জানিয়েছেন, যদি আর্থিক জরিমানা দিতে না পারে, সেক্ষেত্রে অপরাধীকে প্রতি দফায় অতিরিক্ত আরও ছ’মাস করে জেলে থাকতে হবে। লাকভিকে ইতিমধ্যেই জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে খবর।