বেঁচে থাকলে শ্রীদেবীর বয়স আজ বৃহস্পতিবার ৫৬ বছর হতো। ১৯৬৩ সালের এইদিনে তৎকালীন মাদ্রাজ রাজ্যে এই অভিনেত্রীর জন্ম হয়েছিল।
মায়ের জন্মদিন উপলক্ষ্যে নিজের ইনস্টাগ্রামে জাহ্নবী একটি ছোট পোস্ট দিয়েছেন। লিখেছেন, ‘তোমাকে ভালবাসি মা’।
বলিউডের বরেণ্য এই অভিনেত্রী ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ‘সোলা শাওন’ ছবি দিয়ে ১৯৭৯ সালে শ্রীদেবীর বলিউডে অভিষেক হয়েছিল। তিনি ১২৬টি ছবিতে অভিনয় করেন। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম ও কান্নাড়া ভাষার ছবিতে অভিনয় করেন শ্রীদেবী। সর্বশেষ ‘মম’ ছবিতে তিনি অভিনয় করেন।