দেশ ব্রেকিং নিউজ

রাজ্যপাল–প্রধানমন্ত্রী সাক্ষাৎ দিল্লিতে

হঠাৎই রাজ্যপাল জগদীপ ধনকারের দিল্লি সফরের খবর প্রকাশ্যে আসে। মঙ্গলবার দিল্লি সফরে যান ধনকার। আজ বুধবার সকালেই সংসদ ভবনে যান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কক্ষে তাঁর সঙ্গে বৈঠকে বসেন জগদীপ ধনকার। পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন তিনি। তবে কী নিয়ে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে তা নিয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। গতকাল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরই দিল্লি উড়ে যান ধনকার।

গত জুন মাসেও দিল্লি সফরে গিয়েছিলেন জগদীপ ধনকার। তখন পরপর দু’বার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি। আগে রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে আলোচনা করেছিলেন রাজ্যপাল। তবে এবার ঠিক কোন ইস্যুতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক তা জানা যায়নি।

যেহেতু শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ সেরে দিল্লি গিয়েছেন ধনকার তাই শুভেন্দুর আর্জি নিয়েই তাঁর এই দিল্লির সফর বলে মনে করা হচ্ছে। দু’দিনের দিল্লি সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ হতে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবারই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে দেখা করে ‘খেলা হবে দিবস’ পালনের বিরোধিতা করার কথা বলেন তাঁরা।