যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংমুক্ত ক্যাম্পাসের দাবিতে এবার পথে নামল বিজেপি যুবমোর্চা ও এবিভিপি। আদালতের অনুমতিতেই মিছিল করে তারা। সেই মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড।
গোলপার্ক থেকে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল কর্মসূচি ছিল গেরুয়া শিবিরের। কিন্তু শুরু থেকেই বারবার পুলিশি বাধার মুখে পড়ে মিছিল। পুলিশের ব্যারিকেড ভেঙে এবিভিপি সমর্থকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।
ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে পুলিশ আটকায়। বেশ কয়েকজন এবিভিপি সমর্থককে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। ঢাকুরিয়া থেকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত ছিল বিশাল পুলিশ মোতায়েন। বন্ধ করে দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট। বিজেপির জোড়া মিছিলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল।
যাদবপুর কাণ্ডের প্রতিবাদে বিজেপির যুবমোর্চার মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল।