ব্রেকিং নিউজ রাজ্য

যাদবপুরে উপাচার্যের কক্ষ ঘেরাও, বিক্ষোভ

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার থেকেই যাদবপুরে সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে। এসবের মাঝে এবার ছাত্র ঘেরাওয়ের মুখে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানোর বৈধ অনুমতি আছে কি না, তা জানতে চেয়ে তারা উপাচার্যর সঙ্গে দেখা করতে চেয়েছিল। কিন্তু উপাচার্য মিটিং-এ ব্যস্ত থাকায় তাদের সঙ্গে দেখা তো করেননি। উল্টে অশ্লীল ব্যবহার করেন বলেই অভিযোগ। কার্যত সেকারণেই উপাচার্যের কক্ষ ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের বাকি অধ্যাপকরাও পড়ুয়াদের এমন আচরণের প্রতিবাদ জানান।

এই পরিস্থিতিতে উপাচার্য ক্ষোভের বশে গাড়িতে চেপে ক্যাম্পাস থেকে বেরনোর চেষ্টা করলে আন্দোলনের তীব্রতা আরও বেড়ে যায়। উপাচার্যের গাড়ি ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ। পড়ুয়াদের দাবি, সিসিটিভি অনুমোদনের কাগজ উপাচার্যকে দেখাতে হবে।

উল্লেখ্য, যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে খালি মদের বোতল ও মাদক ব্যবহারের সামগ্রী উদ্ধার হয়েছে। এই অবস্থায় ইউজিসির গাইডলাইন অনুযায়ী কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হস্টেলে সিসি ক্যামেরা নেই, তা নিয়েও উঠেছে প্রশ্ন। কার্যত সেকারণেই ক্যাম্পাস ও হস্টেল সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বুদ্ধদেব সাউ যাদবপুরে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যাপারে সিদ্ধান্ত নেন। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হস্টেল মিলিয়ে ১০ জায়গায় মোট ২৬টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।