বিনোদন ব্রেকিং নিউজ

জ্যাকলিন পুরোপুরি নির্দোষ, সব আমি উপহার হিসেবে দিয়েছি : সুকেশ

২০০ কোটি টাকার আর্থিক তছরুপের সঙ্গে জ্যাকলিনের কোনও সম্পর্ক নেই। সে পুরোপুরি নির্দোষ। জেলের ভিতর থেকে নিজের আইনজীবীকে চিঠি লিখে এমনটাই জানিয়েছেন ‘ঠগবাজ’ সুকেশ চন্দ্রশেখর। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে,‘ভালবাসার সম্পর্কে ছিলেন তাঁরা দুজনে। তাই উপহার দিয়েছিলেন।’

প্রসঙ্গত, গত বছরই আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি ‘ঠগবাজ’ সুকেশ।

জ্যাকলিনের সঙ্গে এই সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সময়ই শোনা গিয়েছিল, জ্যাকলিনের সঙ্গে পরিচয়ের সময় জামিনে মুক্ত ছিল সুকেশ। চেন্নাইয়ে চারবার জ্যাকলিনের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তারপর থেকে বিভিন্ন সময় জ্যাকলিনকে নানা উপহার দিয়েছেন তিনি। ইডির জেরায় যদিও তা নিজে মুখে স্বীকারও করেছেন জ্যাকলিন। অভিনেত্রীকে এই মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। পাশাপাশি জ্যাকলিনের বিদেশ ভ্রমণের উপরেও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগেও আর্থিক তছরূপের মামলায় জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।

সম্প্রতি অভিনেত্রীর স্টাইলিস্ট লিপাক্ষী এলাওয়াড়িকে ম্যারাথন জেরা করে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস শাখা। লিপাক্ষী পুলিশকে জানিয়েছেন, জ্যাকলিনের মন পেতে দামী দামী উপহার দিত সুকেশ। এমনকী জ্যাকলিনের জন্য দামী উপহার কিনতে লিপাক্ষীকে তিন কোটি টাকাও দিয়েছিল সুকেশ।

কিছুদিন আগেই আর্থিক তছরূপ মামলায় জামিন পেয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে জ্যাকলিনের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি।