বাংলার অভিনেতা–সাংসদ দেবের ক্যারিশ্মা যে বাংলা ছাড়িয়ে বাংলাদেশকেও আকৃষ্ট করেছে, তার প্রমাণ খোদ দিলেন নায়ক৷ তাঁর নাচের কায়দায় যে নেচে উঠতে পারে বাংলাদেশের সেনা জওয়ানরা তা দেখে একেবারেই অবাক এবং আপ্লুত বাংলার সুপারস্টার দেব৷ এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। আর শোরগোল পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, অভিনেতা–সাংসদ দেব, সম্প্রতি একটি ভিডিও টুইট করেছেন৷ যেখানে দেখা গিয়েছে, দেবের সিনেমা ‘কবে আইবে আমার পালা রে’ গানে তুমুল নাচছেন বাংলাদেশের ৬ জওয়ান৷ সেনা জওয়ানরা তাঁদের পোশাকেই একেবারে নায়কের কায়দায় ক্যাম্পের ভেতরে ৫ জওয়ান মেতে উঠেছে গানের তালে৷ তাঁদের কায়দা ঠিক যেন সিনেমার দেব৷
এই ভিডিও টুইট করেছে দেবের এক ফ্যান ক্লাব৷ সেখানে টুইট করে লেখা হয়েছে, ‘ইউটিউব দেখছিলাম৷ সেখানেই এই ভিডিও দেখতে পাওয়া যায়৷ বাংলাদেশের সেনা জওয়ানরা আমার গানে নাচছে৷ ভিডিওটা দেখে মনটা ভালো হয়ে গেল৷ তাই শেয়ার করলাম৷ আশা করি দেব আপনার ভালো লাগবে৷’
উল্লেখ্য, নাচের জন্য জনপ্রিয় দেব৷ দেবের ছবির গানও খুবই জনপ্রিয় দেশ–বিদেশে৷ পাগলু হোক বা খোকাবাবু৷ সব গানই দারুণ হিট৷ কবে আইবে আমার পালা রে গানটিও এক সময় চার্টবাস্টারে উপরের দিকেই ছিল৷ সেই গানেই নেচে রীতিমতো ঝড় তুলে ফেললেন বাংলাদেশের জওয়ানরা৷