শুক্রবার সকাল থেকে মেঘ ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে। ফলে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। কিন্তু ঠান্ডার প্রকোপ কমেনি এতটুকু। আপাতত কনকনে ঠান্ডায় জবুথবু বঙ্গবাসী। শুক্রবার সন্ধ্যা থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রবিবার ও সোমবার বৃষ্টি হতে চলেছে বঙ্গে।
আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের থেকে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেও তা স্বাভাবিকের থেকে এখনও বেশ কিছুটা কম। এ দিন দক্ষিণবঙ্গের জায়গাগুলির মধ্যে শুধুমাত্র পুরুলিয়াতে তাপমাত্রা ছিল দশ ডিগ্রি সেলসিয়াসের নীচে (৯.১ ডিগ্রি)। বাকি সব জায়গাতেই তাপমাত্রা ১১ ডিগ্রির বেশি। তবে জানুয়ারি শেষ অর্ধে এসেও এই তাপমাত্রাকে যথেষ্ট কমই বলা যেতে পারে।
উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আজকের পর থেকে তাপমাত্রা পরিবর্তণের সম্ভাবনা রয়েছে। গতকাল থেকেই অতি অল্প হলেও বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলা গুলিতে। কিন্তু আগামীকাল উত্তরবঙ্গের ৫টি জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল তুষারপাতও হয়েছে দার্জিলিং এর বেশ কিছু এলাকায়। আগামীকাল থেকে উত্তরবঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। আজ দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩° সেলসিয়াসের আশেপাশে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এই তাপমাত্রা প্রায় ২-৪° বাড়বে বলেই জানা যাচ্ছে।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বেশ কিছু জায়গায় ঝড় এবং শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টি শেষে আরও বেশি দাপট নিয়ে ফিরবে শীত।