ঘূর্ণাবর্তের জেরে শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা–সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় জলীয় বাষ্প ঢুকে পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তার জেরেই ঝড়বৃষ্টি হতে পারে। বিকেলের মধ্যে জেলাতেও বৃষ্টি শুরু হবে বলে আশা করছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা–হাওড়া–হুগলি–নদিয়া এবং দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতা ছাড়াও, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও বৃষ্টি হবে।
উল্লেখ্য, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির আশেপাশে ছিল যা স্বাভাবিকের থেকে বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।
