দেশ ব্রেকিং নিউজ

দিল্লিতে নভেম্বরেই তীব্র শীত

দিল্লি নভেম্বরেই এত শীত ৭১ বছর দেখেনি – জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই নভেম্বরে দিল্লির গড় ন্যূনতম তাপমাত্রা ছিল ১০.‌২ ডিগ্রির কম। ১৯৪৯ সালে শেষ এ রকম হয়েছে। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান বলছে, সেই বছর নভেম্বরে দিল্লিতে গড় ন্যূনতম তাপমাত্রা ছিল ১০.‌ ২ ডিগ্রি সেলসিয়াস। তার আগে ১৯৩৮ সালে ৯.‌৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। ১৯৩১ সালের নভেম্বরে দিল্লিতে গড় ন্যূনতম তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ১৯৩০ সালে ৮.‌৯ ডিগ্রি সেলসিয়াস ছিল।

সাধারণত নভেম্বরে দিল্লির গড় ন্যূনতম তাপমাত্রা ১২.‌৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করে। গত বছর গড় ন্যূনতম তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। ২০১৮ সালে ছিল ১৩.‌৪ ডিগ্রি সেলসিয়াস। ২০১৭ এবং ২০১৬ সালে ১২.‌৮ ডিগ্রি সেলসিয়াস।
দিল্লিতে চার দিন শৈত্যপ্রবাহ হয়েছে।

আবহাওয়া দপ্তরের পরিভাষায়, পরপর দু’‌দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। তবে ভারতীয় আবহাওয়া দপ্তরের আঞ্চলিক পূর্বাভাস কেন্দ্রের প্রধান কূলদীপ শ্রীবাস্তব জানালেন, দিল্লির ক্ষেত্রে এক দিনে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামলেই বলা চলে শৈত্যপ্রবাহ হচ্ছে। গত সোমবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৬.‌৯ ডিগ্রি সেলসিয়াস ছিল।