মালদায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিলেন রাজ্যে চাকরি পেতে হলে বাংলা ভাষা এবং আঞ্চলিক ভাষা জানতে হবে। প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত বহু আধিকারিকই বাংলা ভাষা জানেনই না। ফলে কোন কাজ করতে গেলে ভাষাগত সমস্যায় পড়তে হয় তাদেরকে।
এদিনের বৈঠকে তিনি বলেন, “ভিনরাজ্যের কেউ বাংলা না জেনে চাকরি পেলে ভাষাগত সমস্যা হয়। যেখানে যে কারখানা হবে, সেখানে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার।” এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘রাজ্যে চাকরির সুযোগ তৈরি হলে বাংলার ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। এ রাজ্যে চাকরি করতে হলে বাংলা ভাষা জানতে হবে। বাংলা তাঁর ঠিকানা হতে হবে।”
বুধবার ছিল মালদহ, মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠক। সেখানেই উত্তরবঙ্গে কর্মসংস্থান তৈরি এবং বিনিয়োগ টানতে একাধিক পরামর্শ দেন তিনি। সরব হন কেন্দ্রের বঞ্চনা নিয়েও। মুখ্যমন্ত্রীর কথায়, ‘কেন্দ্র সবসময় আমাদের বঞ্চনা করে। কেন্দ্র বাংলাকে বঞ্চনা করলেও উন্নয়নের কাজ থামেনি।’
প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্টেট সার্ভিস কমিশনের পরীক্ষায় ভিনরাজ্যের ছেলেমেয়েরা ভাল নম্বর পেলে চাকরি পেয়ে যান। কিন্তু তাঁরা বাংলা ভাষা জানেন না। ফলে কাজ করতে গিয়ে সমস্যায় পড়েন তাঁরা। বাংলা জানতেই হবে তাঁদের। আঞ্চলিক ভাষা না জানলে কাজ করা সম্ভব না।’ এর পরই রাজ্যের মুখ্যসচিবকে বিষয়টি দেখতেও নির্দেশ দেন তিনি।
তাঁর কথায়, “সব রাজ্যের জন্য বলছি সেই রাজ্যের ছেলেমেয়েদের অগ্রাধিকার দেওয়া উচিত। বাংলা হলে বাংলা। কেউ কোনও সমস্যা নিয়ে BDO, SDO বা স্থানীয় প্রশাসনের কাছে যাচ্ছে, না পারছে চিঠি পড়তে, না পারছে উত্তর দিতে। স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক। স্থানীয় ভাষা না জানলে সমস্যার সমাধান করবে কী করে।’’