রাজ্য

মহাকাশ থেকে সুয়েজ খাল কেমন দেখতে? বিরল ছবি তুললেন মহাকাশচারী

ইউরোপ স্পেস এজেন্সির মহাকাশচারী থমাস পেস্কোয়েট এর আগেও মহাকাশ থেকে পৃথিবীর নানা এলাকার অদেখা কিছু ছবি শেয়ার করেছিলেন। এবার শেয়ার করলেন পুরো সুয়েজ খালের ছবি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সুয়েজ খালের ১০০টি ছবির একটি কোলাজ তৈরি করেছেন তিনি। যাতে সম্পূর্ণ সুয়েজ খালের দৃশ্য অবিশ্বাস্যভাবে ধরা পড়েছে। যা একপ্রকার বিরল।

ছবিটি (কোলাজটি) তিনি ট্যুইটারে শেয়ার করার পরই রীতিমতো ভাইরাল হয়েছে। কয়েক লক্ষ বার সেটি শেয়ার হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। টুইটারে ছবিটি এখনও পর্যন্ত কয়েক হাজার বার রি-টুইট হয়েছে। টুইটারে সেই ছবি পোস্ট করে থমাস লিখেছেন, ‘সর্বোচ্চ জুম ব্যবহার করে ১০০টি ছবির কোলাজে এই ছবিটি তৈরি করা হল। যেখানে মহাকাশ থেকে গোটা সুয়েজ খালকেই দেখা যাচ্ছে’। প্রসঙ্গত, মানব সভ্যতার ইতিহাসে সুয়েজ খাল হল আশীর্বাদ স্বরূপ। সেই সুয়েজ খালের মহাকাশ থেকে তোলা এরকম মনোমুগ্ধকর ছবি নিয়েই এখন জোর চর্চা নেটপাড়ায়।