বছরের শুরুতেই নয়া চমক ইসরোর। নতুন বছরের প্রথম দিনেই সাফল্যের নয়া পালক জুড়ল ইসরোর মুকুটে।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট সফলভাবে পাড়ি দিল মহাকাশে। এটি হল সি৫৮ রকেটের ৬০তম মিশন।
এই মিশনে এক্সপোস্যাটের সাথে আরও ১০টি স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে। এটি মোট ৫ বছর কাজ করতে পারবে মহাশূন্যে। সেভাবেই তাকে তৈরি করা হয়েছে। অর্থাৎ এর আয়ুষ্কাল ২০২৮ সাল পর্যন্ত। এদিন সকাল ৯টা ১০ মিনিটে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা।
জানা গিয়েছে, কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল সংক্রান্ত একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে এই স্যাটেলাইট। জানা গিয়েছে, কৃষ্ণগহ্বর খুঁজতে মাত্র ২১ মিনিটে এই স্যাটেলাইটটি মহাকাশে ৬৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছবে।