দেশ বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

সৌর অভিযানে পাড়ি দিল ইসরোর মহাকাশযান আদিত্য এল-১

শনিবার আরও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশবাসী। চন্দ্রযান ৩-এর পর এবার লক্ষ্য আদিত্য। শনিবার সকাল ১১টা বেজে ৫০ মিনিটে সৌর অভিযানে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য এল-১। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে পিএসএলভি সি৫৭ রকেটে চেপে সূর্যের উদ্দেশে রওনা দিল এই মহাকাশযান।

বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আদিত্য এল-১ এর উৎক্ষেপণ দেখতে পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ভারত থেকে সূর্যের দিকে পাঠানো প্রথম মহাকাশযান আদিত্য এল-১। মহাকাশযানটিকে ‘হ্যালো’ কক্ষপথের এল-১ পয়েন্টে স্থাপন করা হবে বলেই জানা গিয়েছে। মূলত সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে আদিত্য এল-১ কে মহাকাশে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর।