আবার ব্যর্থতার সাক্ষী থাকল ইসরো। নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা গেল না ভারতের জিএসএলভি স্যাটেলাইট। আজ, বৃহস্পতিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় সেই স্যাটেলাইট। কিছুক্ষণ পরই মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে ক্রায়োজেনিক পর্যায় পেরতে সমস্যায় পড়তে হয়েছিল এই স্যাটেলাইটকে। তাই উৎক্ষেপণ সফল হয়নি।
ইসরোর বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম–দ্বিতীয় ধাপে নির্ধারিত পথেই এগোচ্ছিল স্যাটেলাইট। কিন্তু প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে ক্রায়োজেনিক স্টেজে। আর তার জেরেই ব্যর্থ হয়েছে এই উৎক্ষেপণ। জানা গিয়েছে, এই স্যাটেলাইটের মাধ্যমে সাইক্লোন, মেঘ ভাঙা বৃষ্টি কিংবা বজ্রপাতের অবস্থান বোঝার কথা ছিল ভারতের।
এদিন ইসরোর মিশন কন্ট্রোল সেন্টার থেকে জানানো হয় যে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ব্যর্থ হয়েছে মিশন। এপ্রিল–মে মাসে এই স্যাটেলাইট উৎক্ষেপণের কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে মিশন পিছিয়ে যায়। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ার এই ব্যর্থতার খবর শুনে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘স্যাটেলাইটটা সমুদ্রে পড়ে যাবে ও চিরতরে হারিয়ে যাবে।’
তাঁর মতে, ব্যর্থ হওয়ার অনেক কারণ থাকতে পারে। তবে মিশন পিছিয়ে যাওয়ার কারণে অনেক সময় স্যাটেলাইটে প্রভাব পড়ে বলেও জানিয়েছেন তিনি। এক্ষেত্রে প্রায় এক বছর ধরে পড়েছিল স্যাটেলাইটটি, সেই কারণেও ত্রুটি দেখা দিতে পারে।