দেশ বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

চাঁদের মাটিতে বিক্রম ও প্রজ্ঞানকে স্লিপ মোডে রাখল ইসরো, কেন?

ইসরো চন্দ্রযান ৩ মিশনের ল্যান্ডার বিক্রম চাঁদ ছুঁয়ে তৈরি হয়েছে নতুন ইতিহাস। তারপর থেকেই রোভার প্রজ্ঞানকে চাঁদের মাটি দাপিয়ে বেড়াতে শুরু করে। ইসরো জানিয়ে দিল রোভার প্রজ্ঞান চাঁদে তার কাজ সুসম্পন্ন করেছে। এবার চাঁদের মাটিতে ঘুম পাড়িয়ে দেওয়া হল তাকে।

চাঁদে সূর্যের আলো ফোটার পর দক্ষিণ মেরু স্পর্শ করেছিল বিক্রম। যতক্ষণ সূর্যের আলো থাকবে, ততক্ষণই কাজ করতে সক্ষম বিক্রম ও প্রজ্ঞান। চাঁদে এবার সূর্যের আলো ক্রমশ কমে আসছে। ১৪ দিন অন্ধকারে আর ব্যাটারি চার্জ হবে না। সে কারণে চাঁদের মাটিতে স্লিপ মোডে রাখা হল বিক্রম ও প্রজ্ঞানকে। ইসরো জানিয়ে দিয়েছে রোভারের সৌর-প্যানেলটি ফের খুলবে ২২ সেপ্টেম্বর।