আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

করোনা আক্রান্ত প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে এখনো দাপট দেখাচ্ছে করোনা। বর্তমানে ভারতে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে তবে এখনো চিন্তা কমেনি মৃত্যুর হার নিয়ে। এবারে করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের। আপাতত চিকিৎসকদের পরামর্শ নিয়ে আইসোলেসনে রয়েছেন তিনি।

বেশ কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষা করান তিনি। সোমবার প্রধানমন্ত্রী বেনেটের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর প্রধানমন্ত্রী দপ্তর থেকে বিবৃতি জারি করে জানান হয়, আপাতত প্রধানমন্ত্রীর সে রকম কোনও শারীরিক সমস্যা নেই। বাড়িতে থেকেই প্রয়োজনীয় কাজকর্ম সারবেন তিনি।

উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল ভারত সফরে আসার কথা রয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তিনদিনের ওই সফর তিনি বাতিল করতে পারেন বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে কয়েকদিন আগে ভারত সফরে আসার কথা ঘোষণা করেন বেনেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় বসার কথা রয়েছে বেনেটের। কিন্তু হঠাৎ করে করোনা পজিটিভ হয়ে যাওয়ায় এই সফর সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে পরবর্তীতে ভারত সফরে আসতে পারেন বেনেট।

প্রসঙ্গত, ২০২১ সালে অক্টোবরে গ্লাসগোয় রাষ্ট্রসংঘের পরিবেশ সংক্রান্ত বৈঠকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনেটের সঙ্গে মোদির সাক্ষাৎ হয়। বৈঠকের পাশাপাশি দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দীর্ঘ আলাপচারিতা হয়। তখন বেনেটেকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী। তাছাড়া এই দুজনের মধ্যে বেশ সখ্যতাও রয়েছে বলে জানা যায়।