আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

গ্রীক অর্থোডক্স গির্জায় হামলা ইজরায়েলের, প্রাণ গেল ৮ জনের

প্যালেস্তাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি গ্রীক অর্থোডক্স গির্জায় বোমা হামলা চালাল ইজরায়েল। এই হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত প্রচুর মানুষ।

ইজরায়েলি হামলার শিকার এই গির্জাটি গাজার সবচেয়ে পুরোনো এবং কয়েক শতাব্দী আগে নির্মিত। এদিকে ইজরায়েল গাজায় ‘গণহত্যার’ পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছে প্যালেস্তাইন চার্চ কমিটি।

শুক্রবার ইজরায়েলি বাহিনীর বোমা হামলায় আল–জাহরার অন্তত ২৫টি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। তাতে স্বজনহারা হয়েছেন অনেক প্যালেস্তাইনি। প্যালেস্তাইনের বিভিন্ন সূত্র জানিয়েছে, গাজায় দুই সপ্তাহ ধরে চলা ইজরায়েলের নির্বিচার হামলায় ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত ১৩ হাজারের বেশি মানুষ। নিহত মানুষের মধ্যে শিশু ১ হাজার ৫২৪, আর নারী ১ হাজারের বেশি। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১১ সাংবাদিকও। এ ছাড়া পশ্চিম তীরে ইজরায়েলের হামলায় ৫ শিশুসহ ১৩ জন নিহত।

হামলার কারণে ১৩ হাজার ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ৪০ হাজারের বেশি বাড়ি। সংখ্যাটি গাজার মোট বাড়ির তিন ভাগের এক ভাগ। এর জেরে উপত্যকাটিতে ১০ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়েছেন।