আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

লেবাননে ফের ইজরায়েলি হামলা! এক দিনে নিহত ৫৫

লেবাননে ইজরায়েলি হামলায় মঙ্গলবার এক দিনে নিহত হলেন অন্তত ৫৫ জন। আহত হয়েছেন আরও ১৫৬ জন। এই তথ্য লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সোমবার ইজরায়েলি হামলায় এক দিনে ৯৫ জন নিহত হওয়ার খবর জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই দিন আহত হন প্রায় ১৭২ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তারা জানান, দুই সপ্তাহ ধরে চলা মুহুর্মুহু হামলায় লেবাননে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির ১০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন।

এদিকে গতকাল এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোয় ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ স্থল অভিযান শুরু করার কথা জানায় ইজরায়েলের সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তসংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সেখানে স্থল বাহিনীও প্রবেশ করেছে।

উল্লেখ্য, দুই সপ্তাহ ধরে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইজরায়েলি বাহিনী। গত শুক্রবার বৈরুতের দক্ষিণে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ।