আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গাজায় ইসরায়েলি হামলা! নিহত ৩৪

সুদীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের শেষ চাইছেন অনেকেই। তাই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা চলছে। এর মাঝেই গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ গেল ৩৪ জনের।

জানা গেছে, ইসরাইলি বিমান ও ড্রোন হামলায় নুসিরাত শরণার্থী শিবিরে ৩ জন এবং গাজা শহরে আরো ২ জন নিহত হয়েছে। এ নিয়ে সোমবার গাজায় নিহতের সংখ্যা কমপক্ষে ৩৪ এ পৌঁছেছে।

একটি প্রতিবেদন মারফত আরো জানা গেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়েছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেনা না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক আদালতের একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় কমপক্ষে ৩৪ হাজার ৪৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরো প্রায় ৭৭ হাজার ৫৭৫ জন।

প্রসঙ্গত, গাজার উপর ইসরায়েলি আগ্রাসনের কারণে খাদ্য, জল এবং ওষুধের তীব্র সঙ্কটে পড়েছেন গাজার প্রায় ৮৫ শতাংশ নিরীহ মানুষ।