আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

গাজায় ফের ইজরায়েলি হামলা! নিহত ৭৬

গাজায় ফের ইজরায়েলি হামলায় নিহত হলেন কমপক্ষে আরও ৭৬ ফিলিস্তিনি। এছাড়াও আরো অনেকে আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি বা IRC উত্তর গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে। সম্প্রতি জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের বা IPC দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি জানিয়েছে, উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন।

এক বিবৃতিতে IRC জানিয়েছে, আগামী মাসগুলোতে উত্তর গাজায় খাদ্য সংকটের মুখোমুখি হওয়া মানুষের সংখ্যা তিন গুণ হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।