এটা এ যাবৎ কালে সবচেয়ে আশ্চর্যজনক আবিস্কার। সম্প্রতি প্রায় ১০০০ বছরের পুরোনো একটি মুরগির ডিম সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। ইজরায়েলের প্রত্নতাত্ত্বিক বিভাগ এই অবিশ্বাস্য আবিষ্কার সম্পর্কে ফেসবুকে একটি পোস্টও শেয়ার করেছে। যা এখন রীতিমতো ভাইরাল নেটপাড়ায়। সবচেয়ে মজার বিষয় হল, ডিমটি সম্পূর্ণ অক্ষত ছিল যখন সেটি উদ্ধার হয়। আর দুঃখের বিষয় হলো, ডিমটি ভেঙে গিয়েছে পরিস্কার করার সময়। তবুও প্রত্নতাত্ত্বিকদের দাবি, এটি যুগান্তকারী আবিস্কার।
ইজরায়েলের ইয়াভেনে নগর উন্নয়ন প্রকল্পের কাজ চলাকালীন এই ডিমটি উদ্ধার হয়েছে। দশম শতকের একটি পুরনো এলাকা থেকে এই ডিমটি উদ্ধার করা হয়েছে। একটি মলকুন্ডে খননের সময় এই ডিমটি পাওয়া গিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন যেহেতু মলের মধ্যেই ডিমটি পড়েছিল তাই এত বছরেও সেটি অক্ষত রয়ে গিয়েছে।
ইজরায়েলের প্রত্নতাত্ত্বিক বিভাগের বিশেষজ্ঞ ডাঃ লি পেরি গাল জানিয়েছেন, এটি ইজরায়েল বা গোটা বিশ্বেই অত্যন্ত বিরলতম আবিষ্কার। একটা গোটা ডিম সাধারণত পাওয়া যায় না। তিনি আরও জানিয়েছেন, এর আগে এই প্রাচীন ডিমের খোসা বেশ কয়েকবার জেরুজালেমে পাওয়া গিয়েছিল।
You must be logged in to post a comment.