আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে ২৮৯৮৫

ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৯৮৫ জন। ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ চলাকালীন হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।

গত রবিবার গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ১২৭ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা মোট ২৮ ৯৮৫ জনে দাঁড়িয়েছে। এছাড়াও গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৮ হাজার ৮৮৩ জন আহত হয়েছে।

এদিকে রাফা শহরের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। সেখানকার মানুষ ক্ষুধার্ত। তারা খাবারের জন্য মরিয়া হয়ে উঠেছে। জানা গেছে, রাফা শহরের লোকজন খাবারের জন্য এমন করুণ পরিস্থিতিতে রয়েছে যে, তারা খাবারের জন্য তারা ত্রাণবাহী ট্রাক দেখলে সেগুলো থামাচ্ছে যেন সঙ্গে সঙ্গেই সেখান থেকে খাবার নিয়ে খেতে পারে!