আইএসএলে অপ্রতিরোধ্য মোহনবাগান সুপার জায়ান্ট। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসিকে ৩-২ গোলে হারিয়ে রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের। যদিও বুধবার ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল মেরিনার্সরা। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে জুয়ান ফেরান্দোর ছেলেরা। মোহনবাগানের হয়ে তিনটি গোল করেন লিস্টন কোলাসো, আর্মান্দো সাদিকু এবং কিয়ান নাসিরি। টানা চার ম্যাচ জিতে ফের লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল তারা।
এদিন ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল মোহনবাগান। খেলা শুরু হওয়ার মাত্র ৬ মিনিটের মাথায় গোল হজম করে তাঁরা। গোলরক্ষক বিশাল কাইতের ভুলের মাশুল গুনতে হয় দলকে। রক্ষণভাগের ফুটবলার থাকা সত্ত্বেও বল বাঁচাতে বক্সের বাইরে বেরিয়ে এসেছিলেন বিশাল। কিন্তু মোহনবাগানের রক্ষণ ভাগের ফুটবলার সেই বল ক্লিয়ার করতে গিয়ে তা বিপক্ষের ফুটবলারের পায়ে তুলে দেন। ফাঁকা গোল পেয়ে সহজেই বল জালে জড়ান মহম্মদ সানান। খেলার ২৯ মিনিটের মাথায় সমতা ফেরায় মোহনবাগান। গোল করেন করেন আর্মান্দো সাদিকু।
দ্বিতীয়ার্ধের শুরুতে মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে দর্শনীয় গোল করেন তিনি। নড়াচড়া করার সুযোগ পাননি জামশেদপুরের গোলরক্ষক। খেলার ৬৭ মিনিটে লাল-কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ১০ জনে বাকি ম্যাচ খেলতে হয় জামশেদপুরকে। সেই সুযোগের সদ্ব্যবহার করে মোহনবাগান। ৮০ মিনিটের মাথায় দলের হয়ে ব্যবধান ৩-১ করেন কিয়ান নাসিরি। খেলার ৮৬ মিনিটের মাথায় ব্যবধান কমায় জামশেদপুর। পেনাল্টি থেকে গোল করেন স্টিভ আমব্রি। শেষের দিকে মোহনবাগান রক্ষণে চাপ বাড়ালেও সমতা ফেরাতে পারেনি জামশেদপুর। আগামী ২ ডিসেম্বর আইএসএলে ফের নামবে মোহনবাগান।