আইএসএলে যুদ্ধে নামার আগে চনমনে ইস্টবেঙ্গল শিবির। আইএসএলে নিজেদের চতুর্থ মরশুমে নিজেদের যাত্রার শুভসূচনা করতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে সোমবার রাত আটটায় জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল।
বিগত তিন মরশুমে শেষের সারিতে থেকে শেষ করেছিল ইস্টবেঙ্গল। এবার কার্লেস কুয়াদ্রাতের হাতে ঘর অনেকটাই গুছিয়ে তুলে দিয়েছিলেন কর্মকর্তারা। তবুও সমস্যা দেখা দিয়েছে। শুরুর দিক থেকেই গুরুত্বপূর্ণ চোট আঘাত ভোগাতে শুরু করেছে। ডিফেন্স নিয়ে সমস্যা আছে। খুব অল্প সময়ের মধ্যে মানিয়ে নেওয়া এলসে মাঠের বাইরে চলে গিয়েছেন। লালচুংনুঙ্গা ভারতীয় শিবিরে চিনের মাটিতে। তবুও হতোদ্যম নয় ইস্টবেঙ্গল শিবির।
এবার ভালো কিছু করার ইঙ্গিত দিতে চায় লাল হলুদ বাহিনী। ভালো কিছু খবরও পেয়েছেন। মহেশ নাওরেম সিংকে আগামী দীর্ঘসময় দেখা যাবে লাল হলুদ জার্সিতে। চার বছরের চুক্তি হয়েছে। মিডফিল্ড ও আপফ্রন্ট শক্তিশালী হলেও এম্যাচের ডিপ ডিফেন্স কী ভাবে সাজাবেন স্প্যানিশ কোচ সেদিকে নজর থাকছে। আইএসএলে মোহনবাগান ৩-১ জয় দিয়ে যাত্রা শুরু করেছে, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবার কী করে সেটাই দেখার।