নয়াদিল্লিতে গুলির লড়াই। আর তার পরেই পুলিশের জালে ধরা পড়ল ইসলামিক স্টেটের (আইএস) এক জঙ্গি। এই ঘটনায় থরহরিকম্প অবস্থা গোটা রাজধানীর। শুক্রবার রাতে ওই আইসিস সদস্যকে ধরার আগে গুলির লড়াই চলে পুলিশের সঙ্গে। ধৃত জঙ্গির নাম আবু ইউসুফ। দিল্লিতে বড় ধরনের নাশকতার ছক ছিল বলে মনে করছে দিল্লি পুলিশ। শনিবার সকালে ধৌলা কুঁয়ায় দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, তার কাছ থেকে দুটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস এবং একটি পিস্তল পাওয়া যায়। দিল্লিতে একটি লোন উলফ অ্যাটাকের পরিকল্পনা সে করছিল বলে বিশেষ সূত্রে জানতে পারে পুলিশ। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আইইডি নিষ্ক্রিয় করেন। আবু আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। জেরায় আবু জানিয়েছে সে ‘লোন উলফ’ সদস্য। রাজধানীতে হামলার ছক ছিল তার।
দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডিসিপি প্রমোদ সিং খুশওয়া জানান, দিল্লির ধৌলা খান এলাকা থেকে আইসিসের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে আমাদের স্পেশাল সেল। তার কাছ থেকে দুটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস পাওয়া গিয়েছে। করোলবাগের মাঝে রিজ রোডে পুলিশের সঙ্গে আবু ইউসুফ খানের গুলির লড়াই চলে। তার পরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্রের খবর, সন্দেহভাজন ওই জঙ্গি দিল্লির বিভিন্ন এলাকা ঘুরে দেখেছিল। একার হাতে সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা সে করছিল বলে সন্দেহ করা হয়েছে। এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকদিন আগেই আইসিসের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে বেঙ্গালুরু থেকে এক চিকিত্সককে গ্রেপ্তার করে পুলিশ। বেঙ্গালুরুর এমএস রামাইয়া মেডিক্যাল কলেজে অপথালমোলোজিস্ট হিসেবে কাজ করতেন রহমান নামে ২৮ বছরের ওই ব্যক্তি। গত সোমবার তাকে গ্রেপ্তার করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।