দেশ ব্রেকিং নিউজ

অস্ত্র পাচারের ছক পাকিস্তানের

পাক গুপ্তচর সংস্থা আইএসআই সীমান্তরেখা দিয়ে অস্ত্র পাচারের কাজে খালিস্তানপন্থী জঙ্গিদের ব্যবহার করতে চাইছে বলে খবর পেয়েছেন গোয়েন্দারা। আর তারপরই উচ্চ–সতর্কতা জারি করা হয়েছে। এমনকী সেনাবাহিনীকে সবদিকে নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে। শুধু জম্মু ও কাশ্মীর নয়, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব সীমান্ত দিয়েও পাকিস্তান থেকে অস্ত্র চোরাচালান চলবে ওই জঙ্গিদের কাজে লাগিয়ে।
ভারতের উপর হামলা চালাতে জম্মু–কাশ্মীর বরাবর আন্তর্জাতিক সীমান্তরেখা পেরিয়ে দেশে অনুপ্রবেশের ছক করে জঙ্গিরা। তাদের গতিবিধি নিয়ে নতুন করে তদন্তে নেমেই এমন তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। পাকিস্তানের খালিস্তানি জঙ্গি দলগুলিকে ইতিমধ্যেই সীমান্ত দিয়ে অস্ত্র পাচারের ব্যাপারে নির্দেশ দিয়েছে আইএসআই। আগেও ড্রোনের সাহায্যে অস্ত্র ও টাকা ছড়ানোর চেষ্টা করেছে তারা। ভারতীয় সেনা বহুবার পাকিস্তানের নাশকতা চালানোর ছক বানচাল করে দিয়েছে।
আজ জম্মু ও কাশ্মীরের রাজৌরির রাষ্ট্রীয় রাইফেল ক্যাম্পে এক ভারতীয় সেনা অফিসারের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত মেজর বিনীত গুলিয়ার দেহটি পাওয়া গিয়েছে থানামন্ডি অঞ্চলে। রাজৌরির পুলিশ সুপার চন্দন কোহলি জানান, ‘ওঁর মাথায় বুলেটের ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে।’
উল্লেখ্য, রবিবার কাশ্মীরে অনুপ্রবেশের সময় তিন পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করেন ভারতীয় নিরাপত্তাকর্মীরা। ঘটনাটি ঘটে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে। মৃত জঙ্গিদের কাছ থেকে একে–৪৭ রাইফেল ও দুটি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। এই লড়াইয়ে শহিদ হন বিএসএফের এক কনস্টেবলও। তাঁর নাম সুদীপ সরকার।