ফের ভারতকে অশান্ত করার ছক। এবার যাত্রী বোঝাই ট্রেনে জঙ্গিদের দিয়ে বোমা হামলা করানোর ছক কষছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই বলে দাবি গোয়েন্দা বিভাগ সূত্রের। ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে বিহার এবং উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিকদের সতর্ক করা হয়েছে। সতর্ক করা হয়েছে রেল পুলিশের আধিকারিকদেরও। এমনকী স্থানীয় প্রশাসনকে সতর্ক করা হয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ভারতীয় গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে রেল আধিকারিকদের এই হামলার বিষয়ে সতর্ক করেছেন। পাকিস্তানের গুপ্তচর সংস্থাটি নাকি বিহার এবং উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিক ভরতি ট্রেনে বোমা হামলার ছক কষেছে। সূত্রের খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থাটি পাঞ্জাবে নিজেদের স্লিপার সেলকে এই হামলার কাজে লাগাতে চাইছে। উত্তরপ্রদেশ এবং বিহারগামী ট্রেনগুলিতে টাইম বোমা লাগিয়ে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছে। এই ধরনের হামলা করতে পারলে তার প্রভাব গোটা ভারতে পড়বে।
রেল পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে এসপি, এসডিপিও, এসএইচও এবং আউটপোস্ট ইনচার্জদের। পুলিশ কর্মী, বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুরদের দলকেও সতর্ক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত যে যে জেলাগুলিতে হামলার আশঙ্কা করা হচ্ছে, সেগুলি হল বেগুসরাই, জামুই, জাহানাবাদ, নাওয়াদা, ভোজপুর, বক্সার, চান্দাউলি, গাজিপুর ইত্যাদি। এই জেলাগুলির স্থানীয় প্রশাসনকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।