আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার হিসেবে দ্বিতীয় স্থানে চলে এলেন ঈশান কিষান।বিশাল অঙ্ক দিয়ে ঈশান কিষানকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিলেন যুবরাজ সিং।
ঈশানের দর যে আকাশছোঁয়া হবে তা জানাই ছিল। তবে তা ১৫ কোটি ছাড়িয়ে যাবে ভাবা পারেনি কেউ। এদিন প্রথম থেকেই তাঁকে পেতে মরিয়া হয়ে ওঠে মুম্বই। ঈশানের বেস প্রাইস ছিল ২ কোটি। সেখান থেকে বিশাল অঙ্কে বিক্রি হলেন উইকেটকিপার ব্যাটার। প্রথমে গুজরাট এবং মুম্বইয়ের মধ্যে তাঁকে নিয়ে লড়াই শুরু হয়।এর পরে আসে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত ১৫.২৫ কোটি টাকা দিয়ে আবার তাঁকে আবার কিনে নিল পাঁচবারের চ্যাম্পিয়নরা।
চলতি মেগা নিলামে ঈশানের পরে দ্বিতীয় স্থানে রয়েছে দীপক চাহার। তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে কিনল চেন্নাই সুপার কিংস। তাঁর বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। সেখান থেকে চোদ্দগুণ বেশি দামে বিক্রি হন তিনি।এরপর শ্রেয়স আইয়ার। কলকাতা নাইট রাইডার্স ১২.২৫ কোটি দিয়ে তাঁকে কিনেছে।
চতুর্থ স্থানে আছেন নিকোলাস পুরান। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ১০.৭৫ কোটিতে কিনেছে। যদিও এখনও পর্যন্ত আইপিএলে দারুণ কিছু করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটকিপার। একই দাম উঠেছে হর্শল প্যাটেল এবং ওয়ানিনডু হাসারঙ্গারের। দু’জনেই ১০.৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছেন। দু’জনকেই নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ডেভিড মিলার, সুরেশ রায়না, স্টিভ স্মিথ, সাকিব আল হাসান, ম্যাথিউ ওয়েড, স্যাম বিলিংস এবং ঋদ্ধিমান সাহা এখনও অবিক্রীত রয়েছেন।