রাজ্য লিড নিউজ

আনিস খানের মৃত্যুতে আইএসএফের মিছিল

আনিস হত্যাকাণ্ডে তদন্ত শুরু করেছে রাজ্যের বিশেষ তদন্তকারী দল বা সিট। হাইকোর্টের নির্দেশে গতকালই আনিসের দেহ কবর থেকে তোলা হয়েছে দ্বিতীয়বারের ময়নাতদন্তের জন্য। ঘটনায় ইতিমধ্যে এক হোমগার্ড ও এক সিভিক ভলেনটিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। আনিসের বাবার আপত্তি থাকলেও আদালতের নির্দেশে সিটের সাথে আনিসের ব্যবহৃত মোবাইল ফোনটি তুলে দিয়েছে তার পরিবার ফরেনসিক পরীক্ষার জন্য। সেটি পাঠানো হয়েছে হায়দ্রাবাদে।

আজ আনিস খানের মৃত্যুর প্রতিবাদে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল আই এস এফ। মিছিল থেকে রোহিত ভেমুলা, গৌরী লঙ্কেশ, কালবুর্গি, আসিফা, কামদুনি ,উন্নাও, হাথরস , নির্ভায়া হত্যা কাণ্ডে মৃতদের স্মরণ করা হয় এই মিছিল থেকে। এদিন ইনসাফের স্লোগানে ভর করে মিছিল আইএসএফ নেতৃত্বের প্রশ্ন, ‘আর কত তোমার রক্ত চাই?’

আনিস খানের মৃত্যুর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় অবরোধ বিক্ষোভ বর্তমান। প্রতিবাদে হাওড়ার পাঁচলায় এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখান বাম ছাত্র সংগঠন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের বিরুদ্ধে টিয়ারগ্যাস ফাটানো অভিযোগ ওঠে এই মিছিলে। ঘটনায় রক্তাক্ত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। পাশাপাশি বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে। এদিন গ্রেফতার হন নন্দীগ্রামের বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সহ  ১৭ জন।