অশান্তির আগুনে জ্বলছে সন্দেশখালি। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের ছাড়পত্র পেয়ে সন্দেশখালি ঢুকেছেন। মুখে ওড়না ঢেকে পুলিশের চোখে ধুলো দিয়ে সন্দেশখালি ঢুকে নির্যাতিতাদের অভিযোগ শুনে এসেছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে সন্দেশখালির পথে রওনা দেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
সায়েন্সসিটির কাছে সন্দেশখালি যাওয়ার পথে নওশাদ সিদ্দিকির সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। যার কারণে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। নওশাদ সিদ্দিকিকে প্রিভেন্টিভ মেজরে গ্রেফতার করা হয়।
সন্দেশখালি থেকে ৬২ কিলোমিটার দূরে তাঁকে কেন আটকানো হচ্ছে, তা জানতে চান নওশাদ সিদ্দিকি। পুলিশ আধিকারিকদের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয় নওশাদের। এরপরেই পুলিশের তরফে তাঁকে গ্রেফতার করা হয়। প্রথমে বলা হয় ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নওশাদকে। পরে অবশ্য পুলিশের তরফে জানিয়ে দেওয়া প্রিভেন্টিভ মেজরে গ্রেফতার করা হয়েছে আইএসএফ বিধায়ককে।