মীর আফসার আলি মানেই রেডিও মির্চির সকাল ম্যান। কয়েকদিন আগেই তিনি ফেসবুকে একটি পোস্ট করে জানান রেডিও মির্চি ছেড়ে দিচ্ছেন তিনি। দীর্ঘ ২৭ বছরের সম্পর্ক ছেদ করে এবার রেডিও ছাড়ছেন তিনি। অতএব বিদায়বেলা কষ্ট যে হবেই, তা বলাই বাহুল্য। তবে কি কারণে এই সিধান্ত? এ বিষয়ে জেনে নেওয়া যাক তাঁর বিশেষ কিছু বক্তব্য;
১৯৯৪ সালের ৬ আগস্ট প্রথম রেডিও চ্যানেলে যোগ দেন তিনি। সেই থেকেই সকাল ম্যানের সুপ্রভাত বলার ভঙ্গীতেই ঘুম ভাঙত শহর কলকাতার। এদিন আকাশবাণীর রেডিও স্টেশনে বসা তাঁর প্রথম দিনের ছবি শেয়ার করে, তিনি আক্ষেপ প্রকাশ করে জানান ‘কষ্ট হচ্ছে’।দীর্ঘ এতদিনের সম্পর্ক বিচ্ছেদ হওয়ায় কষ্ট হওয়াটাই যে স্বাভাবিক ব্যাপার তা বলার অপেক্ষা রাখেনা। শ্রোতাদেরকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন এতগুলো বছর তাঁকে শোনার জন্য। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানান “মির্চি ছেড়েছি রেডিও নয়।”
তিনি জানান, এবার থেকে তাকে শুধু শুনতে না, নিয়মিত দেখতেও পাওয়া যাবে। এবার মীরকে দেখতে পাওয়া যাবে তাঁর ইউটিউব চ্যানেল। তবে তাঁর এই ইউটিউব চ্যানেলে ঠিক কী কী থাকছে তা ক্রমশ প্রকাশ্য।