রাজ্য লিড নিউজ

সন্দেশখালি অস্ত্রভান্ডার তদন্তে কি এবার এনআইএ?

সন্দেশখালি অস্ত্রভাণ্ডার রহস্যের সমাধান করতে স্বতঃপ্রণোদিতভাবে ঘটনার তদন্তভার গ্রহণ করতে পারে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শুক্রবার সন্দেশখালির আগারহাটির মল্লিক পাড়ার শাহজাহান ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেখ শাহজাহান ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লা। এরপর বাড়িটিকে ঘিরে ফেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। আনা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে।

ওই বাড়ির মেঝে ঘুরে উদ্ধার হয় প্যাকেট বন্দি বেশকিছু বিদেশি অস্ত্র। ১২৮ রাউন্ড গুলি ৫টি আধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র বেশ কিছু বোমা তৈরির মসলা এবং বোম এবং সেই সঙ্গে কিছু দেশি বন্দুক উদ্ধার হয়। আরও বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র মজুদ থাকতে পারে এই সন্দেহে খবর দেওয়া হয় এনএসজি কমান্ডোদের।

ইতিমধ্যে সিবিআই এবং এনএসজি-র কাছ থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে বিস্তারিত খোঁজখবরও নেওয়া শুরু করেছে এনআইএ কর্তারা। শুধু সংশ্লিষ্ট গ্রাম বা রাজ্য নয়, যেভাবে ঘরের মেঝের মধ্যে অস্ত্র লুকিয়ে রাখা ছিল তাতে জাতীয় নিরাপত্তার বিষয় নিয়েও প্রশ্ন উঠছে। ফলে সার্বিক নিরাপত্তার প্রেক্ষাপটে সন্দেশখালি কাণ্ডে এনআইএ তদন্ত এখন শুধুই সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার নিয়ে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে সমস্ত তৃণমূল বিরোধী রাজনৈতিক দল।