তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। তার মধ্যে বৃষ্টির কোন খবর নেই। বাইরে রোদের তীব্র তেজ, সঙ্গে তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ প্রায় সর্বত্র একই পরিস্থিতি। এই অবস্থায় রোদ মাথায় করে স্কুলে গিয়ে বা স্কুল থেকে ফিরে অসুস্থ হয়ে পড়ছে ছাত্র ছাত্রীরা।
এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনা যায় কিনা? তা নিয়ে চলছে চিন্তাভাবনা। এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, যদি প্রয়োজন মনে করা হয় তাহলে ছুটি এগিয়ে আনা হবে।
এমত পরিস্থিতিতে বহু অভিভাবক গরমের ছুটি এগিয়ে আনার দাবি জানিয়েছে। এই প্রেক্ষিতে বুধবার জেলাশাসক, পুলিশ সুপার, বিডিওদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাপপ্রবাহ আগামী আরও কয়েকদিন ধরে স্থায়ী হবে। অন্তত সাত দিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাতাসের আদ্রতার পরিমাণ সামান্য কমতে পারে, কিন্তু গরম হওয়া থাকবে।
নবান্নের আধিকারিক জানান, দু’বছর আগেও একবার গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল। এবার তা করা হবে কিনা এখনও ঠিক হয়নি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ‘প্রবল গরমের সঙ্গে কি করে মোকাবিলা করতে হবে তা নিয়ে আমরা নির্দেশিকা দিয়েছি। স্কুলের সময় এগিয়ে এনেছি। যদি প্রয়োজন বুঝি তাহলে গরমের ছুটি এগিয়ে আনা হবে।’ তবে, ‘করোনার জন্য গত দু’বছর স্কুল বন্ধ ছিল। পড়াশোনায় তার প্রভাব পড়েছে। তাই গরমের ছুটি দেওয়ার আগে আরেকটু পরিস্থিতিটা দেখে নেওয়া দরকার।’