পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কী করোনাভাইরাস আক্রমণ হয়েছে? ওয়াঘা সীমান্তের ওপার থেকে এখন এই প্রশ্নই ভেসে আসছে। কারণ কোভিড–১৯ আক্রান্ত বলে একটি খবর সম্প্রচারিত হয় পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে।
খবর দেখার পরই পাকিস্তানজুড়ে জোরদার চর্চা শুরু হয়ে যায়। স্বয়ং প্রধানমন্ত্রীর আক্রান্ত হওয়ার খবরে আরও আতঙ্কিত হয়ে পড়েন দেশবাসী। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে আলোচনা হলে তা ভাইরাল হয়ে পড়ে। অবশেষে পাকিস্তান মন্ত্রিসভা তথা তথ্য ও সম্প্রচার কমিটির সদস্য ফয়জল জাভেদ খান টুইটারে পরিষ্কারভাবে লিখে জানান যে প্রধানমন্ত্রী ইমরান খান সম্পূর্ণ সুস্থ। তিনি কোভিড–১৯ আক্রান্ত নন।
টিভি চ্যানেলে ওই খবরটি সম্প্রচারিত হওয়ার পর গুজব ছড়ায় সেই চ্যানেলকেও অবিলম্বে খবর সংশোধন করতে নির্দেশ দেন ফয়জল। পরে অবশ্য ওই খবর সংশোধন করে সম্প্রচার করা হয় ওই বেসরকারি টিভি চ্যানেল পক্ষ থেকে।
