রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে অব্যবস্থা, নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নেতা মন্ত্রী ও আধিকারিকদের দ্রুত শাস্তি, পোর্টালের মাধ্যমে শিক্ষা দপ্তরের কারসাজিতে শিক্ষক-শিক্ষিকাদের বদলিতে দুর্নীতি ও বিদ্যালয়ের পরিকাঠামো সংস্কারে বেনিয়মের প্রতিবাদে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সভা করলেন বালুরঘাটে।
এদিন বালুরঘাটের সাড়ে তিন নম্বর মোড় সংলগ্ন এবিপিটিএ সমিতির কার্যালয় থেকে শতাধিক শিক্ষক বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিল বালুরঘাট শহর পরিক্রমা করে বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডে পৌঁছায়। সেখানে ঘন্টা খানেক বিক্ষোভ সভা হয়। বিক্ষোভ সভায় সমিতির জেলা সম্পাদক শংকর ঘোষ বলেন, বর্তমান রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা ব্যাবস্থাকে ভেঙ্গে ফেলতে চাইছেন। তিনি বলেন, জেলার বহু বিদ্যালয়ের পরিকাঠামো ভেঙ্গে পড়েছে সংস্কারের অভাবে। বিদ্যালয়ে কন্ট্রাক্টরের মাধ্যমে পরিকাঠামো সংস্কার করলেও সঠিক কাজ হয়নি সেখানে দুর্নীতি হয়েছে বলেই অভিযোগ আসছে বিভিন্ন বিদ্যালয় থেকে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অব্যবস্থায় সমাজের কাছে শিক্ষকদের বিদ্রুপও শুনতে হচ্ছে। পাশাপাশি তার বক্তব্য, প্রতিটি যোগ্য হবু শিক্ষক প্রার্থীদের পাশে আমরাও আছি।
এদিনের সভা থেকে শিক্ষকরা ন্যায্য বকেয়া মহার্ঘভাতার দাবিও করেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সমিতির জেলা সম্পাদক শংকর ঘোষ, অলোকেশ চৌধুরী, অমিতাভ ঘোষ, প্রসেনজিৎ কুন্ডু। গোটা সভা পরিচালনা করেন অমিতাভ ঘোষ।