রাজ্য লিড নিউজ

রাজ্য পুলিশের চাকরিতে বেনিয়ম! ৮৪১৯ জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

এবার রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে গোটা প্যানেলই বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাজ্যের তরফে ৮৪১৯ জনের পুলিশ কনস্টেবল নিয়োগের প্যানেল প্রকাশ করা হয়েছিল। ওই নিয়োগ পক্রিয়ার গোটা প্যানেলটাকেই বুধবার অবৈধ বলে ঘোষণা করেছে আদালত। পাশাপাশি, এদিন প্রধান বিচারপতির টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০২১ সালের ২৬ মার্চ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের তরফে প্রকাশিত প্যানেল বৈধ অর্থাৎ ওই প্যানেল ধরেই নিয়োগ করতে হবে।

একইসাথে হাইকোর্ট নির্দেশ দেয়, বয়সের বর্ধিত সীমার নিরিখে নিয়োগ করতে হবে। এমনকী যে ১৭০ জনকে ইতিমধ্যে নিয়োগ করেছিল রাজ্য, তাদের চাকরি বাতিল না করে অন্যত্র চাকরিতে নিযুক্ত করতে হবে। সেইসঙ্গে ট্রাইব্যুনালের নির্দেশ খারিজ করার নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, ২০১৯ সালে রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। মামলাকারী চাকরিপ্রার্থীর অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে একাধিক গরমিল করা হয়। কিছু পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় কম নম্বর পেলেও ইন্টারভিউতে প্রচুর নম্বর পেয়েছে। এরপরই স্টেট ট্রাইব্যুনাল আদালতে এই অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেন তাঁরা। ট্রাইব্যুনালের তরফে নির্দেশ দেওয়া হয়, যারা সংরক্ষিত শ্রেণির প্রার্থী নয় তাদের জন্য আগামী চার সপ্তাহের মধ্যে আলাদা তালিকা বানাতে হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাজ্যের তরফে পুলিশ কনস্টেবল নিয়োগের প্যানেল প্রকাশ করা হয়েছিল। যেখানে পুরনো তালিকার ১৩৭ জনকে বাদ দেওয়া হয় নতুন তালিকায়। পাশাপাশি আরও ২১৭ জন চাকরিতে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করেন। সেসময় কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু খতিয়ে দেখে নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করে।