ব্রেকিং নিউজ রাজ্য

জিএসটি পরিষদের অনিয়মিত বৈঠক, সরব অমিত মিত্র

কেন্দ্র যদি রাজ্যের প্রাপ্য টাকা না দেয় তা হলে রাজ্যও কেন্দ্রের জিএসটি বন্ধ করে দিতে পারে। মঙ্গলবার নবান্ন থেকে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জিএসটি পরিষদের অনিয়মিত বৈঠক নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উদ্দেশ্যে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীর ও অর্থ বিভাগের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র।

চিঠিতে অমিত মিত্র লেখেন, ‘আপনি তা পুরো অমান্য করে গত সাড়ে চার মাসে পরিষদের একটিও বৈঠক ডাকেননি। এটা শুধু নিয়মের অবহেলা নয়, আপনার নেতৃত্বাধীন দেশের একমাত্র যুক্তরাষ্ট্রীয় প্রতিষ্ঠানেরও অবমাননা।’

জিএসটি পরিষদের নিয়ম অনুযায়ী, তিনমাস অন্তত জিএসটি সংক্রান্ত বৈঠক ডাকতে হয়। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তা ডাকা হয়নি। অর্থ বিভাগের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্রের বক্তব্য, জিএসটি পরিষদ পরিচালনা বিধির ৬ নম্বর নিয়ম অনুসারে প্রত্যেক তিনমাস অন্তর অন্তর বৈঠক ডাকতে হয়। অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় বলেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীই প্রথম, যিনি কেন্দ্রের দাদাগিরির বিরুদ্ধে জিএসটি নিয়ে সরব হলেন।’