ভারতীয় রেলের দ্বিতীয় কর্পোরেট ট্রেন মুম্বই-আহমেদাবাদ রুটের তেজস এক্সপ্রেস ফের চালু করেছে আইআরসিটিসি (IRCTC)। করোনা ভাইরাস সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ রেলের কর্পোরেট ট্রেনগুলো। ভারতীয় রেলের ক্যাটারিং ও ট্যুরিজম করপোরেশন জানিয়ে দিয়েছে আগামী ৭ আগস্ট থেকে পুনরায় চালু হবে মুম্বই-আহমেদাবাদ রুটের তেজস এক্সপ্রেস। ট্রেনটি সপ্তাহে চারদিন চলবে। IRCTC জানিয়েছে সোমবার, রবিবার, শনিবার ও শুক্রবার চলাচল করবে। যদি যাত্রীদের চাহিদা বেশি হয়, তবে এর চলাচলের সংখ্যা বৃদ্ধি পাবে।
IRCTC পরিচালিত তেজস এক্সপ্রেসগুলো ভারতীয় রেলের প্রথম কর্পোরেট বা বেসরকারি ট্রেন। প্রথম বেসরকারি ট্রেন হিসেবে দিল্লি-বারাণসী রুটে তেজস এক্সপ্রেস চালু হয়েছিল। দ্বিতীয়টি মুম্বই-আহমেদাবাদ রুটে চালু হয়। আরও বেশ কয়েকটি রুটে বেসরকারি তেজস এক্সপ্রেস চালু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির জন্য সম্ভব হয়নি।
তেজস এক্সপ্রেসে আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই, পরবর্তী স্টেশনের ঘোষণা সহ রিয়েল টাইম জিপিএস ট্র্যাকিং সুবিধা আছে। এছাড়া যাত্রীদের খাবার ও জল পরিবেশনের জন্য থাকেন রেল হোস্টেসরা। পাশাপাশি সময় মেনে চলাচল করে। ফলে ট্রেনগুলি যাত্রীদের কাছে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে।
You must be logged in to post a comment.