ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। ইরানের বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ডের প্রয়াত জেনারেল কাসিম সোলেইমানির স্মৃতিসৌধ চত্বরে অনুষ্ঠান চলাকালীন জোড়া বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১০৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আহত কমপক্ষে ১৪০ জনের বেশি। ঘটনাকে কেন্দ্র করে ইরানে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
উদ্ধারকার্য শুরু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। এই হামলার নেপথ্যে ওই যুদ্ধের কোনও সম্পর্ক রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে ইরানের সরকার।
কেরমান প্রদেশের গর্ভনর রহমান জালালি এই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলে অভিহিত করেছেন।’ বিস্ফোরণে ঘটনা নিয়ে ইরানের সরকারি সংস্থা ইরনা জানিয়েছে, কেরমানে সোলেইমানির সমাধির কাছে রাস্তার দুই ধারে বিস্ফোরক মজুত করে রাখা ছিল। জঙ্গিরা দূর থেকে সেখানে বিস্ফোরণ ঘটিয়েছে।’