খেলাধুলা ব্রেকিং নিউজ

IPL: আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস

মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলে এখনও একটি ম্যাচও জিততে পারেনি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলে এখনও তাদের স্থান নিচের দিকেই। দুটি ম্যাচের দুটিতেই হেরেছে রোহিত শর্মা অ্যান্ড কোং। শুধু পরাজয়ই নয়, দুটি হারেই দলের খেলোয়াড়রা প্রায় প্রতিটি বিভাগেই মুখথুবড়ে পড়েছেন। যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে শুধু মুম্বই-ই নয়। চলতি আইপিএলে এমন অবস্থার মধ্যে পড়তে হয়েছে দিল্লি ক্যাপিটালসকেও। চলতি আইপিএলে এখনও পর্যন্ত যে তিনটি ম্যাচ খেলেছে দিল্লি, তার প্রত্যেকটাতেই হেরেছে ডেভিড ওয়ার্নারের দল।

তাঁদের দল যে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না বিন্দুমাত্র, তা মঙ্গলবার মুম্বই-এর মুখোমুখি হওয়ার আগে একপ্রকার স্বীকার করে নিয়েছেন দিল্লির কোচ রিকি পন্টিং।

দিল্লি দলের দুই বিদেশি পেসার দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি দলকে শক্তি যোগাবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে জোফ্রা আর্চারকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল মুম্বইকে। দিল্লির বিরুদ্ধেও তিনি একপ্রকার অনিশ্চিতই।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিল্লিতে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। বাতসে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।