খেলাধুলা ব্রেকিং নিউজ

সৌদি আরবে বসছে আইপিএলের মেগা নিলামের আসর, কবে?

সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএলের মেগা নিলামের আসর। আগামী ২৩ ও ২৪ নভেম্বর মোট ১৫৭৪ জন দেশী-বিদেশী ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে।

নিলামে দল পাবেন দু’শো জন। তবে সাধারণ নিলামের থেকে মেগা নিলাম কিছুটা আলাদা। কারণ মেগা নিলামে প্রায় দলেরই খোলনলচে বদলে যায়। অনেক তারকা ক্রিকেটারকেও দলে নেওয়ার সুযোগ থাকে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে। এবারের নিলামে লোকেশ রাহুল, ঋষভ পন্থ, মহম্মদ শামি-সহ ভারতের তারকা ক্রিকেটারেরা অংশ নিচ্ছেন।

বিদেশীদের তালিকাও বেশ দীর্ঘ। জস বাটলার, ফিল সল্ট, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, কাগিসো রাবাডারা রয়েছেন সেই তালিকায়। যাঁদের দিকে প্রায় সব দলের নজর থাকবে। মেগা নিলামের দু’দিন আগে আইপিএল শুরুর তারিখ প্রকাশ্যে এল। আগামী বছরের আইপিএল শুরু হবে ১৪ মার্চ। তারপর চলবে প্রায় আড়াই মাস ধরে। ২৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।

তবে শুধু আগামী মরশুম নয়, আগামী তিন মরশুমের জন্য আইপিএলের দিন ঘোষণা করেছে বোর্ড। যা আগে কখনও করেনি। ২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ। ফাইনাল হবে ৩১ মে। ২০২৭ সালে প্রতিযোগিতা শুরু হবে ১৪ মার্চ। ফাইনাল হবে ৩০ মে। প্রতি বছর মোট ৭৪ টি করে ম্যাচ হবে। আগামী মরশুম থেকে ম্যাচ বাড়ানোর কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। তিন বছরই ফাইনাল রাখা হয়েছে রবিবার।