ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম টেবিলে ঝড় কলকাতা নাইট রাইডার্সের। নতুন বছরেই আইপিএল। মঙ্গলবার দুবাইয়ের নিলাম ঘরে ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে চলল হাড্ডাহাড্ডি লড়াই। অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে দলে নিল তারা। ২৪ কোটি ৫০ লক্ষ টাকায় অজি পেসারকে দলে নিয়েছে কেকেআর। আইপিএলের ইতিহাসে যা সর্বোচ্চ। ২০ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে দলে নিয়ে রেকর্ড গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে সেই রেকর্ড ভেঙে দিল কলকাতা।
এর আগে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে দলে নিয়ে রেকর্ড তৈরি করেছিল কেকেআর। সেই রেকর্ডকে ছাপিয়ে স্টার্ক এখন কলকাতার সব থেকে মূল্যবান ক্রিকেটার। নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে নতুন ক্রিকেটারকে স্বাগত জানানো হয়েছে দলের পক্ষ থেকে।