খেলাধুলা ব্রেকিং নিউজ

IPL 2023: ঘরের মাঠে চ্যাম্পিয়নের বিরুদ্ধে নামছে পঞ্জাব

রিঙ্কু সিংয়ের পাঁচ ছক্কায় হারের রেশ কাটিয়ে আজ বুধবার আবার খেলতে নামছে গুজরাট টাইটান্স। মোহালির মাঠে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। গুজরাটের জন্য ভালো খবর, আজ প্রথম এগারোয় ফিরতে পারেন টিমের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। অসুস্থতার জন্য গুজরাটে আগের ম্যাচে খেলতে পারেননি তিনি।

অন্য দিকে, শেষ ম্যাচে হেরেছে পাঞ্জাবও। তবে দুরন্ত ফর্মে আছেন টিমের ক্যাপ্টেন ও ওপেনার শিখর ধাওয়ান। হায়দরাবাদের বিরুদ্ধে আগের ম্যাচে ৯৯ নট আউটের ইনিংস খেলেছেন তিনি। গুজরাট ম্যাচে কেকেআরের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন বিজয় শঙ্কর। তেমনই ঝোড়ো ব্যাট লিয়াম লিভিংস্টোন যোগ দিয়েছেন পাঞ্জাব শিবিরে। সোজা কথায়, জয়ে ফিরতে মরিয়া দুই টিমই।