প্লেঅফে যেতে প্রতি ম্যাচই গুরুত্বপূর্ণ। পয়েন্ট হারালেই সব শেষ। বিদায় নিতে হবে আইপিএল থেকে। সুতরাং আজকের ম্যাচ ডু অর ডাই ম্যাচ এবং তা দুটি দলের কাছেই। পাঞ্জাব কিংস তবুও দশ পয়েন্ট নিয়ে প্লে-অফের লড়াইয়ে একটু এগিয়ে আছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স দশ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পিছিয়ে রয়েছে।
আজকের ম্যাচে পঞ্জাব কিংসের সঙ্গে শক্তির দিক থেকে খুব একটা তফাৎ নেই নাইট রাইডার্সের। দলে আছেন শিখর ধাওয়ানের মতো বিধ্বংসী ব্যাটার। সঙ্গে লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইডে, জীতেশ শর্মাদের কথা ভুললে চলবে না। তেমনই স্যাম কারান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, ঋষি ধাওয়ান। বোলিং আক্রমণও শক্তিশালী।
নাইটদের কাছে স্বস্তির বিষয় জেসন রয় ভালো ফর্মে রয়েছেন। রহমানুল্লা গুরবাজ গত ম্যাচে রান না পেলেও ইডেনে শেষ ম্যাচটিতে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। ওপেনিং জুটি ভালো হলে মিডিল অর্ডার ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিংরা, আন্দ্রে রাসেলরা ভালো খেলতে উদ্ভুদ্ধ
হবেন। কেকেআর শিবিরে ভাবনা সুনীল নারিনকে নিয়ে। তবে খাদের কিনারা থেকে দলকে সুনীল তুলে ধরতে পারেন কিনা সেটাই দেখার।