করোনা এবার আইপিএলে থাবা বসানোয় এই মরশুমের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল৷ আইপিএল গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে রাজীব শুক্লা আজ এই খবর জানিয়ে দিয়েছেন৷ এই খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই৷ কোভিড–১৯ ধাক্কায় রীতিমতো দুলছিল আইপিএল। অবশেষে করোনার থাবাতেই আইপিএল স্থগিত হয়ে গেল।
সোমবার করোনা পজিটিভ হন বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র৷ চেন্নাই থেকেও পজিটিভ হন৷ দিল্লির গ্রাউন্ড স্টাফরা করোনা পজিটিভ৷ পজিটিভ হন সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা৷ একাধিক দলের একাধিক ক্রিকেটার ও স্টাফ এমনকী অ্যাসোসিয়েশনের কর্মীরা পজিটিভ হওয়ার ঘটনা হু হু করে বাড়তে থাকায় লিগ স্থগিত করার সিদ্ধান্ত নিতেই হয়৷ মঙ্গলবার সকালেও আইপিএল আয়োজনের মরিয়া চেষ্টা করেছিল বিসিসিআই৷
করোনা আক্রান্ত হন বঙ্গ উইকেটকিপার–ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও দিল্লির স্পিনার অমিত মিশ্র। এরপরেই গোটা হায়দরাবাদ টিম চলে যায় আইসোলেশনে। মুম্বইতে যতদিন ম্যাচ হচ্ছিল ততদিন আইপিএল সুষ্ঠুভাবে আয়োজন হয়েছিল৷ কিন্তু তারপরেই বায়োবাবলের সুরক্ষিত বলয়তেও করোনার হানা৷ আইপিএল কোনওভাবেই বন্ধ করা সম্ভব নয় জানিয়েছিল বোর্ড৷ এবার তারা পুরো টুর্নামেন্টই মুম্বইতে সরিয়ে যেতে তৈরি৷ বিসিসিআই সূত্রে খবর, মুম্বইতেই পুরো টুর্নামেন্ট সরিয়ে দিতে চাইছে৷ আহমেদাবাদ ও দিল্লিতে সংক্রমণ ছড়িয়েছে৷ অর্থাৎ কোনও না কোনওভাবে বায়ো বাবল ব্রিচ হয়েছে৷
সংবাদসংস্থা এএনআই বিসিসিআই সহ–সভাপতি রাজীব শুক্লাকে উদ্ধূত করে জানিয়েছে যে, এই মরসুমের জন্যই আইপিএল ভেস্তে গেল। আর এই কথাতেই মান্যতা দিল আইপিএল। তারা টুইট করে জানিয়ে দিল, অবিলম্বে আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্যই আইপিএল আপাতত স্থগিত থাকছে।
এইভাবে এগোলে কলকাতার ইডেন গার্ডেন্স ও বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আর আদৌ কোনও ম্যাচ হবে না৷ কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস ক্যাম্পে ইতিমধ্যেই সংক্রমণ ছড়িয়েছে, দিল্লিতে ডিডিসিএ–র মাঠকর্মীরা ইতিমধ্যেই সংক্রমিত৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড চাইছে এবার মুম্বইতে হোক আইপিএল। এমনকী ফাইনাল ম্যাচও পিছিয়ে দিতে চাইছে বিসিসিআই। ৩০ মে’র বদলে জুনের শুরুর দিকে করার ভাবনা তাদের। এমনটাই রিপোর্ট দিয়েছিল ইএসপিএনক্রিকইনফো’র।
