ভালোবাসা দিবসের আগেই দারুণ অফার নিয়ে এল অ্যাপল সংস্থা।এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া না করে নিজের জন্য কিংবা ভালোবাসার মানুষটির জন্য কিনে নিতে পারেন আইফোন। iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max ,আইফোনের এই লেটেস্ট মডেলগুলিতে ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে সংস্থার তরফে। সংস্থার তরফে এখনও পর্যন্ত অফার প্রাইস জানানো হয়নি।
ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সঙ্গে ক্যাশব্যাক অফার যুক্ত করলে অনেকটাই ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছে ওই সংস্থা। iPhone 14 ও iPhone 14 Plus ফোনে ১২,২০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অন্যদিকে, এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ফোন কিনলে ৮১৯৫ টাকা ডিসকাউন্টের সঙ্গে পাওয়া যাবে ৪০০০ টাকা ক্যাশব্যাক। ইএমআই-এর সুবিধাও রয়েছে। iPhone 14-র মডেলের দাম শুরু ৭৯,৯০০ টাকা থেকে, যা ভ্যালেন্টাইনস ডে-র অফারে আপনি পেয়ে যাবেন ৬৭,৭০৫ টাকায়। তবে আপনি যদি ক্যাশব্যাক অফার বাদ দেন, তাহলে কার্ড ডিসকাউন্টে iPhone 14 দাম পড়বে ৭১,৭০৫ টাকা।
এছাড়াও iPhone 14 Plus-র মডেলের দাম শুরু ৮৯,৯০০ টাকা থেকে। সেটি পাবেন ৮৪,৯০০ টাকায়। একইসঙ্গে ৫০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের সঙ্গে পাবেন ৪০০০ টাকা ক্যাশব্যাক অফার।
iPhone 14 Pro ও iPhone 14 Pro Max কিনলে ৩০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। iPhone 14 Pro – এর দাম ১,২৯,৯০০ টাকা। ভ্যালেন্টাইনস ডে-র অফারে ১,২৬,৪০০ টাকা খরচ করলেই আপনি সেটি পেয়ে যাবেন। যদিও iPhone 14 Pro Max ১,৩৯,৯০০ টাকাই রয়েছে।